নিজস্ব প্রতিনিধি:
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও আটকের প্রতিবাদ এবং তাঁর বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পাশাপাশি তাঁকে হেনস্তাকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে বুধবার বাদ আছর ‘হাজীগঞ্জ প্রেসক্লাব’ এর আয়োজনে হাজীগঞ্জ বাজারে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সম্মুখে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে সাংবাদিক নিপীড়ন বন্ধ করে গণমাধ্যমের স্বাধীনতা ও সংবাদকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ব্রিটিশ আমলের অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট বাতিল এবং ডিজিটাল নিরাপত্তা আইনের সাংবাদিকতা পরিপন্থী অংশ বাতিলেরও দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা সদস্য যুগল কৃষ্ণ হালদার, সাবেক সভাপতি ও যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সদস্য ও প্রথম আলোর প্রতিনিধি মো. শাহজাহান মুন্সী প্রমুখ।
প্রেসক্লাবের সভাপতি মহিউদ্দিন আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক সভাপতি জহিরুল ইসলাম লিটন, সাবেক সভাপতি কামাল হোসেন, সদস্য তপন কুমার পাল, হাছান মাহমুদ, গাজী সালাউদ্দিন, এস.এম চিশতী, মনিরুজ্জামান বাবলুসহ উপজেলায় কর্মরত সকল পর্যায়ে জাতীয় ও স্থানীয় পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে গত সোমবার সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগে প্রায় ছয় ঘণ্টা আটকে রেখে হেনস্তা করা হয়। পরে রাতে তাঁকে রাজধানীর শাহবাগ থানায় হস্তান্তর করা হয়। মধ্য রাতে অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়। গতকাল মঙ্গলবার সকালে রোজিনা ইসলামকে আদালতে নেওয়া হয়। আদালত তাঁর জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠায়।