• বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০১:২৫ অপরাহ্ন

ফরিদগঞ্জে ড্রেজিং মেশিন বিনষ্ট ও স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা

আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ মে, ২০২১

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন ইউনিয়নে অবৈধ ভাবে পরিচালিত ৪টি ড্রেজিং মেশিন নষ্ট করা হয়েছে ও করোনা মেকাবেলায় সচেতন না হয়ে মাক্স ব্যবহার না করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
১৯ মে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিউলী হরির নির্দেশে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার।

এসময় উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়নের হামছাপুর গ্রামে অবৈধ খননযন্ত্র দিয়ে বালু উত্তোলনে ব্যবহৃত চারটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট এবং একই দিনে মাক্স ব্যবহার ও স্বাস্থবিধি না মানার অপরাধে উপজেলার খাজুরিয়া বাজার দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় ৭টি মামলায় ৩ হাজার ১শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযান পরিচালনা কালে ড্রেজিং কাজে জড়িতদের কাউকেও পাওয়া যায়নি বলে জানিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শারমিন আক্তার।
তিনি আরো জানিয়েছেন সরকারি নির্দেশনা বাস্তবায়নের জন্য আমরা উপজেলা প্রশাসন সব সময় প্রস্তুত রয়েছে। সবাইকে আইনকে শ্রদ্ধা করতে হবে। রাষ্ট্রবিরোধী কোন কাজ করলে সে যেই হউক তার বিরুদ্ধে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…