শাহরাস্তি প্রতিনিধিঃ
চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে দূর্ঘটনার অন্যতম কারণ,সড়কের সংযোগস্থল অসমতল নিম্নমানের কাজ।
কালভার্টে ওঠা-নামার স্থান উঁচু-নিচু হওয়ায় যানবাহনগুলো চলাচলের সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে, গত ৮ ফেব্রুয়ারী সোমবার শাহরাস্তি উপজেলা দিন মৌতাবাড়ি কালভার্টে উঠার সময় একটি বোগদাদ বাস এমনই এক দুর্ঘটনার কবলে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলে দু’ নারীযাত্রী মারা যায় ও বেশ কয়েকজন আহত হয়। জানা যায় ওই দিন সোমবার সকালে কুমিল্লা থেকে যাত্রীবাহী বোগদাদ বাস (কুমিল্লা- ব ১১-০০৮৪ ) চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রী নিয়ে ছেড়ে আসে বেলা সাড়ে ১১টায় বাসটি কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি উপজেলা মৌতাবাড়ি কালভার্টে উঠার সময় উঁচু নিচু স্থানে হোঁচট খেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। বাসটি তখন উল্টে পাশের খাদে পড়ে যায় এ ব্যাপারে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হওয়া দুর্ঘটনার ভিডিও ফুটেজ দেখা যায়। কালভার্টে উঠার সময় উঁচু নিচু স্থানে হোঁচট খেয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বাস উল্টে মুহূর্তের মধ্যেই পাশের খাদে পড়ে যায় কুমিল্লা চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালভার্ট গুলোর উভয় পাশে উঠা-নামার স্থান সমতল না হওয়া বং চিহ্নিত কোন না থাকায়
প্রায় সময় যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, রোগীবাহী অ্যাম্বুলেন্স, সিএনজি স্কুটার, মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে, উল্লেখ্য কিছুদিন পূর্বে একই স্থানে হাজিগঞ্জ ঢাকা রুটে চলাচলকারি তিশা পরিবহন একটি বাস দুর্ঘটনার শিকার হয়। সড়ক দুর্ঘটনার কারণ হলো কুমিল্লা চাঁদপুর রুটে জগতপুর হতে এনায়েতপুর বড় ব্রিজ পর্যন্ত সড়কের বিভিন্ন স্থানে নিম্নমানের কাজ হওয়া বিটুমিন ও পাথর সরিয়ে অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে, এছাড়াও রাস্তার পাশে পাথর সহ বিভিন্ন নির্মাণ সামগ্রী বড় বড় স্তুপ আকারে ফলে রাখায় রাস্তার একপাশ দখল হয়ে যায়। তখন আরেক পাশ দিয়ে যানবাহন চলাচল করতে গিয়ে বিপরীতমুখী দু’টি যানবাহনের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে এ ছাড়াও জগতপুর হতে উয়ারুক পর্যন্ত প্রায় প্রত্যেক কালভার্টের উভয় পাশে রাস্তা ও কালভার্ট সমতল না থাকায় কালভার্ট থেকে রাস্তা নিচু হওয়ায় গাড়ি চলাচলে ব্যাহত এবং অধিকাংশ ক্ষেত্রে গাড়ির সামনের চাকা উপরে উঠে গেলে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এ ধরনের ঘটনা রোধে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের কালবার্ড সড়কের সংযোগস্থল সমতল করণে দাবীতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন সচেতন মহল।