মোঃ জামাল হোসেনঃ
শাহরাস্তিতে সিএনজি বাস মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ ও গুরুতর আহত ২ জন হয়েছে, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কুমিল্লা- চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কাকৈরতলা বাজার এলাকায় ঈদগাঁও সংলগ্ন এ সড়ক দুর্ঘটনটি ঘটে। তাৎক্ষণিক আশপাশের লোকজন হতহতদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে, এতে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। সি এন,জি,চালকের স্বাস্থ্যকমপ্লেক্সে মৃত্যু হয় ও একজন আশঙ্কাজনসহ অন্যান্যদের বিভিন্ন মেডিকেলে নেওয়া হয়। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায় বুধবার দুপুরে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের মুদাফফরগঞ্জ গামী সিএনজি কমিল্লা থ ১১-৪৪৬২ ও চাঁদপুরগামী পদ্মা ঢাকা মেট্রো ব ১৪-১৩৮৭ বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় এতে তিনজনের মৃত্যু সহ অন্যান্যদের গুরুতর আহত হয়, জানাজায় সিএনজি চালক ওভারটেক করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়। নিহতরা সিএনজি চালক শাহরাস্তির হোসেনপুর গ্রামের স্বর্ণকার বাড়ির সুকু মিয়ার ছেলে মোঃ মনির হোসেন (৩০) ফেনী সোনাগাজী চরচান্ডিয়া গ্রামের প্রকাশ চন্দ্র ছেলে গুণধর চন্দ্র চক্রবর্তী (৭০) নোয়াখালীর চর আমানউল্লাহ গ্রামের হরি চন্দ্র চক্রবর্তী (৫৫)বাকি দুজনের তথ্য পাওয়া যায়নি। খবর শাহরাস্তি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতকে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং যানচলাচলের স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। এবং কেন্দ্রীয় বাস সিএনজি ও বাস থানা হেফাজতে রয়েছেন এ বিষয়ে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম এল,এল,বি জানান দুর্ঘটনায় নিহতদের আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের লোকজনের নিকট হস্তান্তর করা হবে।
উল্লখ্য গুণধর চক্রবর্তী ও হরিচন্দ্র চক্রবর্তী তারা দুজনে মেহের উত্তর ইউনিয়নের খনেস্বর গ্রামের ঠাকুরবাড়িতে তাদের জামাতা সংকর চন্দ্রের ধাওয়াতে, এসে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়।