নিজস্ব প্রতিবেদক
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লাহর দলে’র দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের বিশেষায়িত শাখা অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার ভোরে দিনাজপুর কোতোয়ালিতে অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- মো. আলী আকাশ (৩৬) ও মো. শাহাবুল ইসলাম সাজু (৪০)।
শনিবার সন্ধ্যায় অ্যান্টি টেররিজম ইউনিট ঢাকা কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘আল্লাহর দলে’র সদস্যরা নাশকতার উদ্দেশ্যে দিনাজপুরের কোতায়ালী পৌরসভার পুলহাট কসবার সেন্ট ফিলিপস হাইস্কুলের পূর্ব দিকে আব্দুর রহমানের বাড়িতে একত্রিত হয়ে গোপন বৈঠক করছিল। এ সংবাদ পেয়ে সেখানে অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতার করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা গেছে, আলী আকাশ জঙ্গি সংগঠনটির বিভাগীয় নায়ক হিসেবে গাজীপুর ও নরসিংদীর এবং শাহাবুল সংগঠনটির সক্রিয় সদস্য হিসেবে দিনাজপুর জেলায় দায়িত্ব পালন করে আসছিলেন।
অ্যান্টি টেররিজম ইউনিট জানায়, গ্রেফতার দুজনের কাছ থেকে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার বিভিন্ন ধরনের প্রয়োজনীয় দলিলাদি ও অন্যান্য উগ্রপন্থী কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দিনাজপুরে মামলা হয়েছে।