• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০২:১০ অপরাহ্ন

চাঁদপুরের ২৭টি মন্দির উন্নয়ন ও সংস্কার সম্ভাবনা থমকে রয়েছে!

আপডেটঃ : শনিবার, ৪ জুলাই, ২০২০

অমরেশ দত্ত জয়ঃ

আর্থিক বরাদ্দ না আসায় থমকে রয়েছে চাঁদপুরের ২৭টি মন্দিরের সম্ভাব্য উন্নয়ন ও সংস্কার কাজ। যদিও ধর্ম মন্ত্রণালয়ের অধীনে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে চাঁদপুরে কয়েক কোটি টাকা বরাদ্দ আসার প্রক্রীয়া চলমান ছিলো। তবে তা চলতি বছরে অনুমোদন হওয়ার কথা থাকলেও অদৃশ্য বা করোনার কারনেই হয়তোবা তা এখন ঝুঁলে আছে।

৪’ঠা জুলাই শনিবার খোঁজ-খবর নিয়ে জানা যায়, সারা দেশে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে মন্দির উন্নয়ন ও সংস্কার কাজের জন্য ২’শ ১৮ কোটি টাকা বরাদ্দ হয়েছে। যা দেশের বিভিন্ন জেলার যাচাই-বাছাইকৃত মন্দিরগুলোর উন্নয়ন ও সংস্কার কাজের জন্য নানা হারে বরাদ্দ দেওয়া হবে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার মন্দিরগুলো পাবে ২৫ লক্ষ, পৌর এলাকার মন্দিরগুলো পাবে ১৫ লক্ষ এবং উপজেলার ইউনিয়ন পর্যায়ের মন্দিরগুলো পাবে ১০ লক্ষ টাকা করে। যার জন্য চাঁদপুরের ২৭টি মন্দিরের নাম যাচাই-বাছাই করে তালিকা প্রণয়ন করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

এদিকে ওই তালিকায় উঠা নামগুলোর অনুসন্ধানে দেখা যায়, চাঁদপুর সদরের চরবাকিলাস্থ চরবাকিলা সনাতন ধর্ম প্রচারণী মন্দির, পালপাড়ার সার্বজনীন শ্রী শ্রী শীতলা মায়ের মন্দির, মৈশাদী হামানকর্দির সার্বজনীন শ্রী শ্রী রক্ষাকালী মন্দির, কেতুয়া আনন্দ কুটিঁর হরিসভা, পূর্ব সাপদির সাপদি মিলন মন্দির,

ফরিদগঞ্জের পশ্চিম আলোনিয়ার শ্রী শ্রী জয়গোবিন্দ মন্দির, গুপটির সার্বজনিন শ্রী শ্রী গীতা আশ্রম, চান্দ্রা বাজারের শ্রী শ্রী লহ্মী নারায়ন জিউর আখড়া,

হাইমচরের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির, উত্তর কমলাপুর আলগীর শ্রী শ্রী কালী মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুরের সার্বজনীন মহাশ্মশান, চরভৈরবের শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, কমলাপুর শ্রী শ্রী দুর্গা দেবীর মন্দির,

হাজীগঞ্জের বলাখালের বলাখাল সার্বজনীন পূজা মন্দির, মকিমাবাদের হাজীগঞ্জ পৌর মহাশ্মশান, বাকিলার ফুলছোয়া সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির,

কচুয়া সাচারের সাচার জগন্নাথ মন্দির,

মতলব দক্ষিনের শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ ঠাকুর মন্দির, ঘোষপাড়া কলাদীর শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, গোবিন্দপুরের শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, নায়েরগাঁওয়ের নায়েরগাঁও সার্বজনীন কালি মন্দির,

মতলব উত্তরের মোক্তারকান্দির শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির, ষাটনলের শ্রী শ্রী লোকনাথ মন্দির, তিতারকান্দির শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির,

শাহরাস্থির নিজ মেহারের শ্রী শ্রী মেহার কালীবাড়ী, ক্ষিতারপাড় চিতষীপূর্বের শ্রী শ্রী সার্বজনীন দুর্গা মন্দির, চিকটিয়া খিলবাজারের শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির অনুদান পেতে তালিকার আওতায় রয়েছে।

এ ব্যপারের খোঁজ-খবর নিতে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট চাঁদপুরের সহকারী পরিচালক অমিত কুমারের সাথে আলাপ করলে তিনি জানান, চাঁদপুরে সদরে ৫টি, ফরিদগঞ্জে ৩টি, হাইমচরে ৫ টি, হাজীগঞ্জে ৩টি, কচুয়ায় ১টি, মতলব দক্ষিণে ৪টি, মতলব উত্তরে ৩টি এবং শাহারাস্থিতে ৩টি সহ মোট ২৭ টি মন্দির উন্নয়ন সংস্কারের জন্য অনুদানের তালিকায় রয়েছে। তবে তাদের বরাদ্দের টাকা এখনো চাঁদপুরে আসেনি।

এ ব্যপারে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম শর্মা জানান, আমি মৌখিকভাবে চাঁদপুরের ট্রাস্টি। তাই অনেক ব্যপারে আমি ভালো বলতে পারবো না। তবে টাকা এখনো চাঁদপুরে আসেনি। আসলে অবশ্যই আমি জানতে পারবো। তখন আপনাদের মাধ্যমে সকলকে জানাতে পারবো।

এ ব্যপারে মন্দির সংস্কার প্রকল্পের প্রজেক্ট পরিচালক রনজিত বাবুর সাথে আলাপ করলে তিনি জানান, ই-টেন্ডারের মাধ্যমে টাকাটা দেওয়া হবে। দেশের কয়েকটি জায়গায় টাকা পৌঁছে গেছে। চাঁদপুরেও দ্রুত সময়ের মধ্যে টাকাটা পৌঁছাতে পারবো বলে আশা রাখছি।

তবে কবে টাকা পাওয়া যাবে তা তিনি পরে জানাবেন বলে মন্তব্য করেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…