• সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৯:১৩ পূর্বাহ্ন

মতলবে কিস্তির টাকার জন্য গ্রাহককে মোবাইলে হুমকি !! 

আপডেটঃ : সোমবার, ৮ জুন, ২০২০

সফিকুল ইসলাম রিংকু:-
কোভিড-১৯ এর জন্য, সরকার সব ধরনের এনজিও প্রতিষ্ঠান যেন কিস্তির টাকার জন্য গ্রাহককে হয়রানি না করে, সেজন্য প্রজ্ঞাপন জারি করেছেন।
সরকারি নিষেধাজ্ঞার পরেও মতলব দক্ষিণ উপজেলার এনজিও প্রতিষ্ঠান, শক্তি ফাউন্ডেশনের ক্রেডিট অফিসার নাজমুল, কিস্তির টাকার জন্য গ্রাহকদের মোবাইলে হুমকি দিয়ে বলেন, কিস্তির টাকা যদি না দেয় তাহলে বাড়িতে এসে অপমান করা হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন গ্রাহক অভিযোগ করেন, আমরা মতলব বাজারের ব্যবসায়ী, মতলবে হঠাৎ করে কয়েকজন ব্যবসায়ী করোনায় আক্রান্ত হওয়ায়, মতলবের উপজেলা প্রশাসন চলতি মাসের ৩ তারিখ থেকে ১৩ তারিখ পর্যন্ত বিশেষ লক ডাউন দিয়েছেন। দোকান খুলতে না পারলে, কি করে কিস্তির টাকা দিবো।
অভিযোগের বিষয় নিয়ে মুঠোফোনে শক্তি ফাউন্ডেশনের ম্যানেজার রমজান আলীকে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমরা গত দুই মাস গ্রাহকদের কাছ থেকে কোন কিস্তি নেই নাই। চলতি মাসে গ্রাহকদের কাছ থেকে কিস্তি নিচ্ছি। গ্রাহকরা কিস্তি না দেওয়ার জন্য,  এ ধরনের অভিযোগ করতে পারে।
উল্লেখ্য শক্তি ফাউন্ডেশন মতলব দক্ষিণ শাখায় ১১০০ গ্রাহক আছে। তার মধ্যে ৭০০ গ্রাহক এই এনজিও থেকে ঋন নিয়েছেন।
ভুক্তভোগী ঋন নেওয়া গ্রাহকেরা কিস্তির টাকার জন্য অপমানিত হতে না হয়, সংলিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…