মোহাম্মদ হাবীব উল্যাহ্
একদিক প্রবাসী বাবার দুটি কিডনী বিকল, অপর দিকে তিনি করোনায় আক্রান্ত। লকডাউনের কারনে বেকার হয়ে বসে আছেন। ঠিকমতো খাওয়া পাচ্ছেন না, তার উপর চিকিৎসা করাবেন কি দিয়ে..? তাছাড়া বাড়ীতেও পরিবারের সবাই কষ্টে আছেন।
এমন চিন্তায় শরীরে কেরোসিন তেল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন কিশোরী মেয়ে নাসরিন আক্তার চাঁদনী (১৬)। শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা সে। এর আগে বৃহস্পতিবার (২৮ মে) বিকালে নিজ গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী।
নিহত চাঁদনী হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের কাতার প্রবাসী আনোয়ার হোসেনের ছোট মেয়ে। সে চলতি বছর ওই ইউনিয়নের সপ্তগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, চাঁদনীর বাবা আনোয়ার হোসেন কাতার থাকেন। তিনি করোনায় আক্রান্ত এবং তার ২টি কিডনীও অচল। তিনি সেখানে খুব কষ্টে আছেন। এ অবস্থায় বাড়ীতে ফোনও করতে পারছেনা। ৩/৪ দিন পর একবার কথা বলেন।
এ দিকে বাড়ীতে সরকারি ত্রাণ সহায়তায় তাদের পরিবারটি চলে। সম্প্রতি সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ২৫০০ টাকা পেয়েছে। বাবার খুবই আদরের মেয়ে ছিল চাঁদনী। বাবা কষ্ট পাচ্ছেন কাতারে আর দেশে পরিবার। এমন চিন্তায় হতাশাগ্রস্থ হয়ে পড়ে সে।
বৃহস্পতিবার বিকালে নিজ ঘরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করে চাঁদনী। এ সময় ঘরে কেউ ছিলোনা। পরে বাড়ীর লোকজন তার ডাকচিৎকার শুনতে পেয়ে তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চাঁদনীর উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ণ ইউনিটে রেপার করেন কর্তব্যরত চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা সে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এইচ.এম সোয়েব আহমেদ চিশতী বলেন, আগুনে চাঁদনী নামের মেয়েটির শরীরের প্রায় ৮০ ভাগ পুড়ে যায়।
নিহত চাঁদনীর সাথে ঢাকা মেডিকেল অবস্থানরত একই বাড়ীর তার দূরসম্পর্কের চাচা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আরিফ জানান, চাঁদনী সকালে মারা যায়। পরে শাহবাগ থানায় জিডি করেছি। লাশ ময়নাতদন্তের নেয়া হয়েছে।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, চাঁদনী নামের একটি মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার খবর পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।