• শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১০:৫৭ অপরাহ্ন

ফরিদগঞ্জে লটারির মাধ্যমে নির্বাচিত কৃষক থেকে বোরো ধান সংগ্রহ শুরু

আপডেটঃ : বুধবার, ১৩ মে, ২০২০

 

শিমুল হাছান:
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কৃষকদের উন্মুক্ত লটারির মাধ্যমে সামাজিক দুরুদ্ব বজায় রেখে বোরো ধান সরকারি মূল্যে প্রতি কেজি ২৬ টাকায় সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা অডিটরিয়মে আনুষ্ঠানিক ভাবে উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি লটারির মাধ্যমে ১ হাজার ৩১ জন কৃষকের বোরো ধান সংগ্রহ কার্যক্রম শুরু করেছে খাদ্য বিভাগ ও কৃষি বিভাগ।
উপজেলা প্রশাসনের আয়োজনে খাদ্যে বিভাগ ও কৃষি বিভাগের সহযোগিতায় উক্ত অনুষ্টান উপলক্ষে আয়োজিত আলোচনায় ইউএনও শিউলী হরির সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যাসন জিএস তছলিম হোসেন, উপজেলা কৃষি অফিসার আশিক জামিল মাহমুহ, খাদ্যে নিয়ন্ত্রক অফিসার তপন ক্রান্তি ত্রিপুরা, খাদ্যে গুদামের ওসিএলএসডি গোলাম মোস্তফা, উপজেলা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দীন প্রমুখ।

সংশ্লিষ্ট্র সুত্র জানায়, উপজেলার নির্বাচিত ১৮শ ৮৬ জন কৃষকের মধ্যে লটারির মাধ্যমে আজ বুধবার থেকে ১হাজার ৩১ জন কৃষকের কাছ থেকে সরকারি মূল্যে বোরো ধান সংগ্রহ শুরু হয়েছে। এ ছাড়া অপেক্ষমান আরো ৮শ ৫৩ জন কৃষকের মধ্যে লটারীর মাধ্যমে ২য় পর্যায়ে বোরা ধান ত্রয় করার পরিকল্পনা রয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…