• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

হাজীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ৫ মামলায় জরিমানা আদায়

আপডেটঃ : সোমবার, ২৬ জুলাই, ২০২১

মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে স্বাস্থ্য বিধি না মানায় ৫ মামলায় ৫ জন ব্যবসায়ীকে জরিমানা করেছেন, ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার। কঠোর লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসনের পক্ষে রোববার পৌরসভাধীন আলীগঞ্জ বাজার এলাকায় তিনি এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নগদ মোট ৯ হাজার ৩০০ টাকা জরিমানা করেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, কঠোর লকডাউন বাস্তবায়ন ও করোনা সংক্রমণ প্রতিরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার জনস্বার্থে আলীগঞ্জ বাজারসহ আশ-পাশের এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় স্বাস্থ্য বিধি না মানায় ৫ মামলায় ৫ জন ব্যবসায়ীকে পৃথক পৃথকভাবে নগদ মোট ৯ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।
হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতা ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কহীন লোকদের বিনামূল্যে মাস্ক দেয়া হয়। এ সময় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা ও সংবাদর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…