• বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০২:৫৫ পূর্বাহ্ন

মতলব কলাকান্দা ইউনিয়নে ভিজিএফ’র চাল বিতরণ

আপডেটঃ : সোমবার, ১৯ জুলাই, ২০২১

মতলব উত্তর ব্যুরো :
পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নে ঈদুল আজহা ও করোনা মোকাবেলায় অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (১৮ জুলাই) দুপুরে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসান।
শেখ হাসিনা সরকার গরীব বান্ধব
গাজী শরিফুল হাসান বলেছেন, বর্তমান সরকার জনবান্ধন সরকার, গরীবের সরকার, অসহায় গরীবদের কথা চিন্তা করে এ চাল বিতরন করার উদ্যোগ হাতে নিয়েছে।
তিনি আরও বলেন, বর্তমান শেখ হাসিনা সরকার দুঃস্থ অসহায় মহিলাদের আর্তকর্মসংস্থান, দারিদ্র বিমোচন ও নারীর ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে বয়স্ক ভাতা, বিধবাভাতা, পঙ্গুভাতা, ভিজিএফ, ভিজিডি কর্মসূচী চালুসহ ১০ টাকা মূল্যে চাল বিতরণ বিশ্বের দরবারের প্রসংশিত হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। তাই সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলাচল করার আহ্বান জানান তিনি।
এ সময় ইউপি সচিব শ্যামল চন্দ্র দাস, ইউপি সদস্য আহাদ উল্লাহ বাদল, মোহন ছৈয়াল, সিরাজুল ইসলাম ভূঁইয়া, সাবিনা ইয়াছমিন স্বপ্না, মাহফুজ সরকার, মোতালেব প্রধান, সফিকুল ইসলাম, শিউলী বেগম, জীবন মিয়া, অলিউল্লাহ দর্জি, আল-আমিন ও তাছলিমা বেগম’সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…