• বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ০৩:২৬ পূর্বাহ্ন

কচুয়ায় জাল দিয়ে অবাধে পাখি আটক করছেন কৃষক

আপডেটঃ : শুক্রবার, ২ জুলাই, ২০২১

জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার দোয়াটি গ্রামে ফসলি জমিতে পাকা ধান নষ্ট করার অজুহাতে নির্বিচারে জাল দিয়ে বিভিন্ন প্রজাতির দেশীয় পাখি আটক করছেন কৃষক মো. সাহেব আলী।

 

জানা-অজানা আর অজ্ঞতার বশেই হোক পাখি স্বীকার কিংবা মারার বিধি নিষেধ থাকলেও আইনের তোয়াক্কা না করেই কৃষক সাহেব আলী বেশকিছু পাখি জাল দিয়ে আটক করে পা উপরের দিকে ঝুলিয়ে প্রকাশ্যে পাখিগুলো বাড়ি নিয়ে যাচ্ছেন।

 

এছাড়াও সাংবাদিক পরিচয় জেনে, এভাবে কেন পাখি আটক করছেন জানতে চাইলে কৃষক সাহেব আলী কৌশলে কয়েকটি পাখি ছেড়ে দেন। ছবিটি বৃহস্পতিবার দুপুরে কচুয়া-সাচার-গৌরিপুর সড়কের দোয়াটি সড়ক থেকে ক্যামরাবন্দি করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…