• বুধবার, ০১ জানুয়ারী ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

চাঁদপুরে পুলিশের অভিযানে ৪৬ আসামী গ্রেফতার

আপডেটঃ : মঙ্গলবার, ১৮ মে, ২০২১

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানায় সাজাপ্রাপ্ত, ওয়ারেন্টভুক্তসহ অন্যান্য মামলায় রবি ও সোমবারে ৪৬জন আসামী গ্রেফতার হয়েছে।

চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয় সূত্রে এসব তথ্য জানাগেছে। গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানা পুলিশ আদালতে সোপর্দ করেছেন।

পুলিশ জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) চাঁদপুর জেলা পুলিশ কর্তৃক সাজা পরোয়ানা মূলে গ্রেফতার ১ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ১৯ জন ও অন্যান্য মামলায় ১০ জনসহ সর্বমোট ৩০ জন আসামী গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

অপরদিকে রোববার (১৬ মে) জেলা পুলিশ কর্তৃক সাজা পরোয়ানা মূলে গ্রেফতার ২ জন, পরোয়ানা মূলে গ্রেফতার ৭ জন ও অন্যান্য মামলায় ৭ জনসহ সর্বমোট ১৬ জন আসামী গ্রেফতার পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

এসব গ্রেফতারের কাজগুলো পুলিশের নিয়মিত রুটিনের কাজের অংশ হলেও বর্তমান পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম (বার) যোগদানের পর থেকে জেলা পুলিশের পক্ষ থেকে নিয়মিত তথ্য প্রদান করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…