নিজস্ব প্রতিবেদক :
ঈদুল ফিতরের ছুটি শুরু হচ্ছে বৃহস্পতিবার। মঙ্গলবার (১১ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা জায়। আগামী শনিবার (১৫ মে) পর্যন্ত এই ছুটি থাকবে।
এদিকে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, ত্রিশ রোজা পূর্ণ ধরে এবছর পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটির আগে বুধবার (১২ মে) সরকারি অফিস খোলা থাকবে।
দেশে করোনার প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় সংক্রমণ ঠেকাতে লকডাউন ও নানান উদ্যোগসহ প্রঞ্জাপন জারি করা হয়। কয়েক দফা বিধিনিষেধ বাড়িয়ে সর্বশেষ ১৬ মে পর্যন্ত বিধিনিষেধের প্রঞ্জাপন জারি করা হয়। গত ৫ মে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ঈদের ছুটিতে আবশ্যিকভাবে স্ব স্ব কর্মস্থলে (অধিক্ষেত্রে) অবস্থান করবেন। কিন্তু সরকারি নির্দেশনা না মেনে কর্মস্থল ত্যাগ করে ছুটে চলেছেন আপন ঠিকানায়।