শিমুল হাছান:
ফরিদগঞ্জে শহীদ হালিম- লিয়াকত স্মৃতি সংসদের আয়োজনে শিক্ষা বৃত্তি প্রদান ও কৃতি ছাত্র-ছাত্রী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৮ অক্টোবর (বৃহস্পতিবার) সকালে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মুহাম্মদ ইমাম হোসাইন রেজার সভাপতিত্বে, পরিচালক মুহাম্মদ রেজাউল করিম রাজুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পপতি, সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব আব্দুল মালেক বুলবুল।
অনুষ্ঠানের উদ্ভোধক হিসেবে চাঁদপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর কন্ঠের বার্তা সম্পাদক এ. এইচ আহছান উল্যা, প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব গোলাম মাহমুদ ভূঁইয়া মানিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌরসভার মেয়র প্রার্থী ও তরুন সমাজ সেবক আকবর হোসেন মনির, মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সংগঠনের সমন্বয়ক আবদুল্লাহ্ আল- আমিন সাকি প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, অবাধ তথ্য প্রবাহ ও প্রযুক্তির এই বিশ্বে একাডেমিক পরীক্ষার পাশাপাশি এ ধরনের বৃত্তি পরীক্ষা শিক্ষার্থীদের মেধাকে যেমন শাণিত করবে, তেমনি তাদের মননশীলতার উৎকর্ষ সাধনে সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় বক্তারা সংগঠনের উত্তরোত্তর উন্নতি ও সাফল্য কামনা করেন।