• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:২৩ পূর্বাহ্ন

মতলবের আশ্বিনপুর উবি’র কলেজ শাখার অনুমোদনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

আপডেটঃ : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০

সফিকুল ইসলাম রিংকু:-
মতলব দক্ষিণ উপজেলার আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়ে কলেজ শাখার অনুমোদন লাভ করায় ২০ আগস্ট বৃহস্পতিবার দুপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২আসনের সাংসদ আলহাজ্ব এডভোকেট নূরুল আমিন রুহুল।

মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ , উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুবিন সুজন,ভাইস চেয়ারম্যান ফেরদৌসী বেগম রুনু,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, নায়েরগাঁও দক্ষিণ ইউপি চেয়ারম্যান আঃ সালাম মৃধা মামুন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রমুখ।

প্রধান শিক্ষক বলেন , গত ১০ আগস্ট আশ্বিনপুর উচ্চ বিদ্যালয়টি কলেজ শাখার অনুমোদন পায়। এতে ওই এলাকার আশপাশের ১০-১২ গ্রামের শিক্ষার্থীরা সহজে উ্চ্চ শিক্ষা লাভ করতে পারবে ও অভিভাবকগণ স্বল্প ব্যয়ে তাদের সন্তানদের লেখাপড়া চালিয়ে নিতে পারবে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…