নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাজীগঞ্জে ১৫ আগস্ট ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে হাজীগঞ্জ উপজেলা চত্ত্বরে মৃত্যুঞ্জয়ী মুজিব চত্ত্বরে স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেলের নেতৃত্বে এ পুস্পস্তবক অর্পন করেন।
এ সময়উপজেলা উন্নয়ণ সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক, হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রোটা. আহসান হাবিব অরুন, উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক ও জেলা পরিষদের সদস্য, প্যানেল চেয়ারম্যান হাজী জসিমউদ্দিন ও উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।