• রবিবার, ০৫ মে ২০২৪, ০৫:০৯ অপরাহ্ন

একনেকের বৈঠকে ১৬ হাজার কোটি টাকার প্রকল্প অনুমোদন

আপডেটঃ : মঙ্গলবার, ২ জুন, ২০২০

বিশেষ প্রতিনিধিঃ

মহামারি করোনা কারণে দুই মাসের অধিক সময় পর্যন্ত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠক হয়নি। দেশের ইতিহাসে প্রথমবারের মতো একনেকের ভার্চুয়াল বৈঠক হয়েছে। এতে ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুন) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে এসব প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে গণভবন থেকে একনেক বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। বৈঠকে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

একনেক বৈঠকে স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পসহ মোট ১০ প্রকল্প অনুমোদন দেয়া হয়। এতে সর্বমোট ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ২৭৬ কোটি টাকা। এর মধ্যে জিওবি ১৪ হাজার ৪০১ কোটি টাকা, অনুদান ১ হাজার ৮৮১ কোটি টাকা।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…