নিজস্ব প্রতিবেদক
এ বছরের ভোটার তালিকা হালনাগাদের খসড়া আগামী বছরের ১ মার্চ প্রকাশ করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
রোববার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ৫৭তম কমিশন সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিইসি।
ইসি সূত্র জানায়, আজকের কমিশন সভায় আটটি বিষয়ের মধ্যে একটি ছিল ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি, ২০১৯-এর খসড়া প্রকাশের তারিখ নির্ধারণ, সংশোধনকারী কর্তৃপক্ষ নিয়োগ, খসড়ার ওপর দাবি/আপত্তি গ্রহণ, নিষ্পত্তি, সন্নিবেশকরণ এবং চূড়ান্ত প্রকাশনার তারিখ নির্ধারণ।
সংবাদ সম্মেলনে নূরুল হুদা বলেন, ‘আমাদের নতুন ভোটার হবে ৩১ জানুয়ারির পর, যদি হয়। এবার আমরা আইন করে মার্চের ১ তারিখে নিয়ে যাব।’
সংবাদ সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলও ঘোষণা করেন সিইসি। তফসিল অনুযায়ী আগামী ৩০ জানুয়ারি এ দুই সিটিতে ভোটগ্রহণ হবে। ফলে নতুন ভোটাররা এই সিটি নির্বাচনে ভোট দিতে পারছেন না।
এ বিষয়ে সিইসি বলেন, ‘আগের যে ভোটার তালিকা আছে, সেই অনুযায়ী ভোট হবে।’
ভোটার তালিকা আইনে বলা রয়েছে, প্রতিবছর ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি সময়ের মধ্যে নির্ধারিত পদ্ধতিতে হালনাগাদ করা হবে।
এ হিসাবে খসড়া ভোটার তালিকা প্রকাশের জন্য মাত্র ৯ দিন সময় রয়েছে ইসির হাতে। নির্দিষ্ট সময়ের মধ্যে খসড়া প্রকাশের শঙ্কার মধ্যে রয়েছে ইসি সচিবালয়। এরই মধ্যে সিইসি এই আইন সংস্কারের কথা বললেন।