• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৯ পূর্বাহ্ন

বার্গলার এলার্ম কিভাবে আপনার বাসা সুরক্ষিত রাখতে পারে

আপডেটঃ : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

হারুন অর রশিদ রাজিব::

বার্গলার এলার্ম কিভাবে আপনার বাসা সুরক্ষিত রাখতে পারে

আজকালকার যে যুগ, এই যুগে যে কোন কিছুর আগেই নিরাপত্তাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত । কারণ যেই হারে চুর, বাটপার, ছিনতাইকারীরর উপদ্রব বেড়েছে, তাতে ভয়ে থাকতে হয়, যে কোন সময়ই আমাদের প্রিয় কোন জিনিস চুরি হয়ে যাওয়ার আশংকা থাকে। তবে এই সমস্যা থেকে আপনাকে অনেকটাই মুক্তি দিতে পারে বার্গলার এলার্ম । কারণ বার্গলার এলার্ম হলো এমন একটি ডিভাইস যেটা আপনি ব্যবহার করতে পারবেন আপনার বাসায়, আপনার অফিসে, অথবা আপনার অন্য কোন প্রতিষ্ঠানে। এটি আপনি যেখানে ব্যবহার করবেন সেখানে সিকিউরিটির ব্যবস্থা এই বার্গলার এলার্মই নিয়ে নিবে। কারণ আপনি যদি এটি আপনার বাসার বা আপনার অফিসের দরজায় লাগিয়ে রাখেন তাহলে কোন ব্যক্তি যদি সেই দরজা দিয়ে আপনার বাসায় প্রবেশ করে বা করতে চায় তাহলে বার্গলার এলার্ম খুব জোরে জোরে ফায়ার এলার্ম করতে থাকবে। এবং সাথে সাথে আপনার মোবাইল ফোনে একটি মেসেজ পাঠিয়ে দিবে । যার ফলে এলার্ম বাজার সাথে সাথে আপনি একটি ব্যবস্থা নিতে পারবেন। এই বার্গলার এলার্মটি সাধারণত তার মধ্যে থাকা সেন্সরের মাধ্যমে কাজটি করে থাকে।

বার্গলার এলার্ম ব্যবহারের সুবিধা:

  • অপরিচিত কেউ আপনার বাসায় ঢুকার আগে আপনি জানতে পারবেন।
  • বার্গলার এলার্মটি খুবই সহজলভ্য।
  • এটি ব্যবহারে জামেলা কম।
  • মোবাইলের মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারবেন।
  • যে কোন জায়গার নিরাপত্তার জন্য খুবই কার্যকরী।

তথ্যসুত্রঃ বিডিস্টল


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…