• রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ০৮:৩৫ পূর্বাহ্ন

মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বার্ষিক ক্রীড়া ও পুরষ্কার বিতরণী

আপডেটঃ : রবিবার, ২৭ মার্চ, ২০২২

নিজস্ব প্রতিনিধিঃ
হাজীগঞ্জ উপজেলার ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান স্বাধীনতা দিবস উদযাপন, বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান পালন করা হয়েছে।

২৬শে মার্চ শনিবার পালিশারা মদিনাতুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ৷
মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মানব খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক, হাজীগঞ্জ প্রেসক্লাব যুগ্ম-সাধারণ সম্পাদক, ইউনিয়ন যুবলীগের সভাপতি মুনছুর আহমেদ বিপ্লব এর সভাপতিত্বে এবং সহ সুপার মোঃ মোস্তফা কামাল ও শিক্ষক প্রতিনিধি বদিউজ্জামান পাঠানের সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন শিক্ষার্থী মেহেরজান হোসেন ও রুজিনা আক্তার ৷ অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন, মাদ্রাসা সুপার মোঃ আল ফারুক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন, ৯নং গর্ন্ধব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী নুরুর রহমান বেলাল ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন, ইউনিয়ন আওয়ামীলীগে সাধারন সম্পাদক গাজী মোঃ অলি উল্যাহ, সিনিয়র সহ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও দাতা সদস্য শাহাজান মিয়াজি ৷ অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের বরণ করে নেয় অত্র মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

উল্লেখ্য অত্র মাদ্রসার ৩ শিক্ষার্থী জাতির জনক বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মহান মুক্তিযুদ্ধের উপর উপস্থিতির সামনে বক্তব্য রাখেন ৷ এতে অতিথিবৃন্দ আবেগপ্রুত হয়ে অতিথিতির বক্তব্যে বলেন আজ আমরা বক্তব্য কি দিব, তোমরা যে বক্তব্য দিয়েছো আজ তোমাদের কাছ থেকে আমরা বক্তব্য শিখেছি ৷ অতিথিরা আরো বলেন তোমাদের মাদ্রাসার বিরুদ্ধে বহু অপপ্রচার শুনেছি কিন্তু আজ তার উল্টো দেখেছি এবং শুনেছি ৷

ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এ প্রতিষ্ঠানটি অনান্য প্রতিষ্ঠান থেকে অনেক এগিয়ে আছে, কারন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ও মহান মুক্তি যুদ্ধ ও স্বাধীনতার চেতনাকে লালন করছেন শিক্ষার্থী ও শিক্ষক মন্ডলীগন ৷ অন্য শিক্ষা প্রতিষ্ঠান গুলো আপনাদের দেখে শিক্ষা নেওয়া নেওয়া উচিত ধর্মীয় শিক্ষার পাশা পাশি কিভাবে দেশপ্রেম জাতীয়তাবোধ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানার ৷

প্রধান অতিথি কাজী নুরুর রহমান বেলাল খুশি হয়ে ক্ষুদে বক্তাদের প্রতি জনকে নগদ ১ হাজার টাকা করে পুস্কার প্রদান করেন ৷

এ সময় উপস্থিত ছিলেন অভিভাবক প্রতিনিধি লোকমান হোসেন মজুমদার,নাছির উদ্দিন মজুমদার,মোঃ হারুন ৷

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতার পুত্র মোঃ শামসুল আরফিন রানা,শামসুল আলম,ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জুলফিকার আলী পাটওয়ারী, সাধারন সম্পাদক আঃ খালেক মিজি, সহ সাধারন সম্পাদক ফখরুল ইসলাম পাটওয়ারী,পালিশারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাখন পাটোয়ারী, ইউপি সদস্য হোসেন পাটোয়ারী, ডাঃ হারুনুর রশিদ মজুমদার, বাজার মসজিদ ইমাম হাফেজ নুরুজ্জামান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ অভিভাবকগন ৷

অনুষ্ঠান শেষে মাদ্রাসা প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ্ব শামছুউদ্দিন পাটোয়ারী ও পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবুল কালাম মিয়াজির আত্মার মাগফিরাত কামনা করে জিয়ারত ও দোয়া মোনাজাত করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…