• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ১২:২২ অপরাহ্ন

করোনা সংক্রমণ রোধে জোড়া মাস্ক পরার পরামর্শ

আপডেটঃ : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১

মানবখবর ডেস্ক:

করোনাভাইরাসের সংক্রমণ রোধে বাইরে চলাফেরার সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর আইনি ব্যবস্থা নেবার ঘোষণা দিয়েছে সরকার। প্রয়োজনে মানুষকে একসঙ্গে দুটি মাস্ক পরারও পরামর্শ দেওয়া হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে একথা বলা হয়েছে।

এতে বলা হয়, জরুরি কাজে কেউ ঘরের বাইরে গেলে করোনা সংক্রমণ প্রতিরোধে তাকে মাস্ক ব্যবহার করতে সরকার বারবার নির্দেশনা দিয়েছে। কিন্তু অনেকেই এ নির্দেশনা অমান্য করছেন। এক্ষেত্রে বাইরে চলাচলের সময় মাস্ক ব্যবহার না করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

দেশে বেশকিছু দিন ধরে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার উদ্বেগজনক হয়ে ওঠেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় দেশে আরও ৯৭ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩০৬ জন।

এ পরিস্থিতিতে সরকার করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান লকডাইন আরও এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। যা অব্যাহত থাকবে ৫ মে পর্যন্ত।

সোমবার (২৬ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের আয়োজনে আন্তঃমন্ত্রণালয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বিধিনিষেধের মধ্যে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত শপিংমল খোলা রাখারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…