• বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ০৫:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রামে এরশাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত

আপডেটঃ : সোমবার, ১৫ জুলাই, ২০১৯

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে এরশাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত
বৃষ্টি উপেক্ষা করে চট্টগ্রামে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ আছর জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রামের সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরীর উদ্যোগে লালদীঘি ময়দানে জানাজা সম্পন্ন হয় বলে দলীয় সূত্রে জানা গেছে।

আছরের নামাজের পর বৈরী আবহাওয়া উপেক্ষা করেই পাঁচ শতাধিক মানুষ জানাজায় অংশ নেয়। নির্ধারিত সময়ের আগেই নেতাকর্মীরা এসে জড়ো হন লালদীঘি ময়দানে। তারা পল্লীবন্ধুর স্মৃতিচারণের পাশাপাশি তার সময়ের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা স্মরণ করেন।

জানাজায় ইমামতি করেন মাওলানা মুহাম্মদ ইয়াকুব। দোয়া পরিচালনা করেন লালদীঘি জামে মসজিদের খতিব মাওলানা নুরুন নবী। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

জানাজা শুরুর আগে মাহমুদুল ইসলাম চৌধুরী বলেন, বিশ্বের মানচিত্রে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন পল্লীবন্ধু এরশাদের নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। পল্লীবন্ধু এরশাদ রাষ্ট্রধর্ম ইসলাম, শুক্রবারকে সাপ্তাহিক ছুটি ঘোষণা, সংবিধানে বিসমিল্লাহ সংযোজন, উপজেলা পদ্ধতি প্রবর্তন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা সিটি কর্পোরেশন, ২০টি মহকুমাকে ৬৪ জেলায় রুপান্তরিত করা, গুচ্ছগ্রাম, পথকলি ট্রাস্ট, ঔষধনীতি, শিল্পনীতি, শিক্ষানীতি এবং প্রণয়ন করে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করেছিলেন। দেশের গরিব, কৃষক, শ্রমিক জনতা চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে পল্লীবন্ধু এরশাদকে।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব মাওলানা এম এ মতিন, নগর জাতীয় পার্টির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, জাপা কেন্দ্রীয় সদস্য অলিউল্লাহ দ, নগর জাপা সহ-সভাপতি আমিনুল ইসলাম চৌধুরী, ওসমান খান, জামাল উদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন জ্যাকি, নুরুল আজিজ সওদাগর, সাংগঠনিক সম্পাদক ইউনুছ আলভরগী, জহুরুল ইসলাম রেজা, রেজাউল করিম রেজা।

আরও উপস্থিত ছিলেন যুব সংহতি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সিদ্দিকী, নগর যুব সংহতি সভাপতি এস.এম সাইফুল্লাহ সাইফু, সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল বশর সুজন, নগর সাংস্কৃতিক পার্টির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন স্বপন, নগর জাপা নেতা আমিনুল হক আমিন প্রমুখ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…