• বুধবার, ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:০১ অপরাহ্ন

হেফাজত নেতা মামুনুলের ৩ বিয়েতে কাবিননামা নেই দুইটির

আপডেটঃ : মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

মানবখবর ডেস্ক

হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তারের পর তেজগাঁও বিভাগের উপ কমিশনার হারুন অর রশিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে মামুনুল হকের সকল বিয়ের তথ্য। মামুনুল তিনটি বিয়ের কথা স্বীকার করেছেন পুলিশের কাছে। এই তিনটি বিয়ের মধ্যে একটির কাবিন করেছেন। বাকি দুইটির কাবিননামা করেননি বলে পুলিশকে জানিয়েছেন মামুনুল।

নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে ৩ এপ্রিল এক নারীসহ আটকের পর ভাংচুর ও সহিংসতার ঘটনার পাশাপাশি একাধিক বিয়ের ঘটনায় আবার আলোচনায় আসেন হেফাজতের কেন্দ্রীয় এই নেতা।

গত ১১ এপ্রিল শাহজাহান নামে গাজীপুরের এক ব্যক্তি মোহাম্মদপুর থানায় এক সাধারণ ডায়েরিতে বলেছেন, আগের দিন ১০ এপ্রিল মামুনুল তাকে জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রায় ডেকে নিয়ে বলেন তার বোন লিপিকে সে বিয়ে করেছেন। এ সময় তাকে একটি চুক্তিনামা দেখান। এর আগে ৭ এপ্রিল বোনের সঙ্গে সর্বশেষ তার কথা হয়েছিল বলে জিডিতে উল্লেখ করা হয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…