মুনছুর আহমেদ বিপ্লব :
চাঁদপুর পৌরসভা নির্বাচনে ৩১ হাজার ২শ’ ১২ ভোট বেশী পেয়ে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. জিল্লুর রহমান জুয়েল।
শনিবার (১০ অক্টোবর) রাত ৯টায় পৌরসভার ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন চাঁদপুর জেলা নির্বাচন কমিশন ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ তোফায়েল হোসেন।
আওয়ামী লীগের প্রার্থী মো. জিল্লুর রহমান নৌকা মার্কা পেয়েছে ৩৪ হাজার ৮শ’ ২৫ ভোট। ধানের শীষ প্রতিক নিয়ে বিএনপির মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি পেয়েছে ৩হাজার ৬শ’ ১৩ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাকা মার্কার মেয়র প্রার্থী মামুনুর রশিদ বেলাল পেয়েছেন ১হাজার ২শ’ ৩৩ ভোট। মোট কাস্ট হয়েছে ৩৯ হাজার ৭শ’ ৮ ভোট।
উল্লেখ্য, পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী ছিলেন ৩জন, সাধারণ কাউন্সিলর প্রার্থী ছিলেন ৫০জন এবং সংরক্ষিত ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী ছিলেন ১৪জন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সকল কাউন্সিলরই বিজয়ী হয়েছেন। নির্বাচনে ভোটার সংখ্যার মধ্যে পুরুষ ৫৮হাজার ১শ’ ৪৪জন। মহিলা ভোটার ৫৮ হাজার ৩৪৩জন। সর্বমোট ভোটার সংখ্যা ১লাখ ১৬ হাজার ৪শ’ ৮৭জন।