• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৭:০৮ অপরাহ্ন

কচুয়ায় বিদ্যুৎস্পৃষ্টে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ জুন, ২০২০

 

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
চাঁদপুরের কচুয়ায় বিদ্যুৎ স্পৃষ্টে মোহাম্মদ রাব্বি (২৩) নামের বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে ও সাব্বির আহমেদ জিসান (২২) নামের একজন আহত হয়েছে।
সোমবার বিকেলে উপজেলার গুলবাহার মিয়াজী বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত রাব্বি গুলবাহার মিয়াজী বাড়ীর ইব্রাহিম মিয়াজীর ছেলে ও সরকারি বাংলা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স তৃতীয় বর্ষে অধ্যায়নরত ছিলেন। আহত জিসান একই বাড়ীর মোস্তফা মিয়াজীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ রাব্বি লেখাপড়ার পাশাপাশি অসহায় পরিবারের তাগিদে সিএনজি চালাতেন। ঘটনার সময় বাড়ী থেকে সিএনজি বের করার সময় বাড়ীর পাশে বিদ্যুতের তাঁর নিচু থাকায় অসাবধানবশত সিএনজিতে বৈদ্যুতিক তার জড়িয়ে পড়ে। এসময় আশেপাশে লোকজন দ্রুত এসে রাব্বি ও সাব্বির আহমেদ জিসানকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথিমধ্যে রাব্বির মৃত্যু হয় ।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…