• শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৮ অপরাহ্ন

চাঁদপুরে আ’লীগ নেতা ভুট্টো হত্যা মামলায় গ্রেফতার ৩

আপডেটঃ : বুধবার, ২০ মে, ২০২০

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান খান ভুট্টো হত্যা মামলায় তিনজনকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ।

 

আটককৃত আসামিরা হলেন, একই ইউনিয়নের কুমারডুগী গ্রামের মনসুর খান (৩৮), মোস্তফা খান কালু (৪৮), সুমন খান (৩৪)। বুধবার আটককৃতদের আদালতে হাজির করা হয়। পুলিশ আটককৃতদের রিমান্ড আবেদন করেন।

 

মঙ্গলবার ১৯ মে রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই রাশেদের নেতৃত্বে তাদেরকে আটক করা হয়। মামলার বাদী নিহতের স্ত্রী নিলীমা আক্তার রীনা সোহাগ খানকে প্রধান আসামি করে ৫ জনের নাম উল্লেখ করে।

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রাশেদ বলেন, সম্পতিগত বিরোধে এ হত্যাকাণ্ড হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সেই সূত্রে মামলার কার্যক্রম চলছে।

 

উল্লেখ্য, গত সোমবার (১৮ মে) রাত পৌনে ১১টায় বাড়িতে ফেরার পথে আওয়ামীলীগ নেতা আজিজুর রহমান খান ভুট্টো খুন করা হন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…