নিজস্ব প্রতিনিধিঃ
করোনা ভাইরাসে সৃষ্ট সংকটে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. মঈনুল হোসেন খান নিখিলের উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। ১৮ মে সোমবার হাজীগঞ্জ বাজারস্থ রাফা টাওয়ারের ৪র্থ তলায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন হাজীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা উন্নয়ন সমন্বয়ক কমিটির সমন্বয়ক আলহাজ্ব অধ্যাপক আব্দুর রশিদ মজুমদার, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবাল ও যুগ্ম-আহবায়ক জাকির হোসেন সোহেল।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. দুলাল, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মশু, উপজেলা যুবলীগের সদস্য আমিনুল ইসলাম বাবলু, নজরুল ইসলাম, ২নং বাকিলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক ইব্রাহিম রনি, যুগ্ম-আহবায়ক বাবু , ৩নং কালচোঁ ইউনিয়ন যুবলীগের সভাপতি শফিক, সাধারণ সম্পাদক কামরুল, ৪নং কালচোঁ ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল, যুগ্ম-আহবায়ক আশ্রাফ, ৫নং হাজীগঞ্জ সদর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইউসুফ প্রধানিয়া সুমন, ৫নং হাজীগঞ্জ সদর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন, ৬নং বড়কুল পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, ৭নং বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, ৮নং হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের আহবায়ক রাসেল, যুগ্ম-আহবায়ক সাখাওয়াত, ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন যুবলীগের সভাপতি মনসুর আহমেদ বিপ্লব, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, ১০নং গন্ধর্ব্যপুর দক্ষিন ইউনিয়ন যুবলীগের আহবায়ক আঃ আউয়াল, ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. আবুল বাসার, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি হান্নান গাজী, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি সোহেল আলম বেপারী প্রমুখ।