• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৬:৫৭ অপরাহ্ন

সন্ধ্যায় মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড

আপডেটঃ : সোমবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৯

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ওয়ানডেতে সোমবার (২৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে ৬ উইকেটে হেরেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে ২৬ রানে জিতে সিরিজ ১-১ সমতা করল ক্যারিবিয়ানরা। আজ যারা জিতবে তারাই পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যাবে। মাঠের লড়াইয়ে শক্তিমত্তার বিচারে দু’দলই এগিয়ে।

এদিকে ক্যারিবিয়ানদের শিমরন হেটমায়ার ও ক্রিস গেইল ফর্মের তুঙ্গে। দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান ব্যাটসম্যান শিমরনের সেঞ্চুরিতে লড়াকু স্কোর পায় ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে ১৪ বল হাতে থাকতেই সব উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে ইংল্যান্ড।

অপরদিকে প্রথম ওয়ানডেতে জেসন রয় ও জো রুটের সেঞ্চুরিতে জয় তুলে নেয় ইংল্যান্ড। তাই বলাই চলে আজকের ম্যাচে সমান সমান লড়াই হবে। ইংল্যান্ড স্কোয়াড : জেসন রায়, জনি বেয়ারস্টো, জো রুট, ইয়ন মরগান, বেন স্টোকস, জোস বাটলার, মঈন আলী, ক্রিস ওয়াকস, লিয়াম প্লুনকেট, আদিল রশিদ, মার্ক উড

ওয়েস্ট ইন্ডিজ স্কোয়াড : ক্রিস গেইল, জন ক্যাম্পবেল, শাই হোপ, ড্যারেন ব্রাভো, শিমরন হেইমিয়ার, জেসন হোল্ডার, কার্লোস ব্রথওয়েইট, অ্যাশলে নার্স, দেবেন্দ্র বিশু, শেলডন কোটরেল, ওশেন থমাস।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…