• শনিবার, ২৩ মার্চ ২০২৪, ০২:২৪ পূর্বাহ্ন

ভারতের ভিসা বাতিল নাটকীয়তা শেষে রাতেই দেশে ফিরছেন নায়ক ফেরদৌস

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০১৯

ছবি: ইন্টারনেট থেকে

আরেফিন সোহাগ: ভারতের পশ্চিমবঙ্গের রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের সমর্থনে একটি নির্বাচনী রোডশোতে অংশ নেয়ায় বিরোধী রাজনৈতিক দলের অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌসের ভারতীয় ভিসা বাতিল করা হয়েছে। এ নিয়ে নানান টালবাহানা শেষে কলকাতা থেকে দেশে ফিরছেন তিনি।

কলকাতা থেকে মঙ্গলবার (১৬ এপ্রিল) রাত ৮ টার দিকে ফেরদৌস বিডি২৪লাইভ’র প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজ রাতেই দেশে ফিরবেন। দেশে ফিরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত রোবাবার (১৪ এপ্রিল) রোডশোতে অংশ নেন ফেরদৌস। আর এতেই ক্ষেপে যায় বিজেপি। ফলে তাকে ভিসার নিয়ম লঙ্ঘন করার অপরাধে গ্রেপ্তার করা উচিত বলে দাবি করে বিজেপি।

এদিকে মঙ্গলবার মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙার অভিযোগে তার ভিসা বাতিল করা হয়েছে। তাকে দেশে ফিরে যেতে বলেছে বাংলাদেশ হাইকমিশন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…