বিশ্বের শীর্ষ পাঁচ দ্রুত বর্ধনশীল অর্থনীতির একটি বাংলাদেশ: বিশ্বব্যাংক। এ বিষয়ে একটি বিশেষ প্রতিবেদনে একটি তালিকা প্রকাশ করে তারা। সেই তালিকায় বাংলাদেশের অবস্থান পঞ্চমে রাখা হয়েছে। বাংলাদেশের ওপরে থাকা চার দেশ হচ্ছে যথাক্রমে ইথিওপিয়া, রুয়ান্ডা, ভারত ও ভুটান। পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে বাংলাদেশ, জিবুতি, আইভরি কোস্ট ও ঘানা।