• বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৪:৫৫ পূর্বাহ্ন

বিশ্বের শীর্ষ পাঁচে বাংলাদেশ: বিশ্বব্যাংক

আপডেটঃ : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০১৯

স্টাফ রিপোর্টার:

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ‘দ্য বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট এপ্রিল ২০১৯: টুওয়ার্ডস রেগুলেটরি প্রেডিকটেবিলিটি’ শীর্ষক এক রিপোর্টে এসব তথ্য উঠে এসেছে। বিশ্বব্যাংকের ওই রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি খাতে অপর্যাপ্ত বিনিয়োগ সত্ত্বেও স্থিতিশীল ব্যাস্টিক ও রপ্তানিনির্ভর শিল্প এই প্রবৃদ্ধিতে অবদান রেখেছে।

ওই রিপোর্টে আরো বলা হয়েছে, শিল্প উৎপাদন, অবকাঠামো, ফসলের বাম্পার ফলন, ব্যক্তিগত ব্যয়, রেমিটেন্স ও গ্রামীণ অর্থনৈতিক আয় বৃদ্ধির ফলে এই প্রবৃদ্ধি ঘটেছে। রেগুলেটরি পূর্বাভাস আরও প্রবৃদ্ধি অর্জনে সহায়তা করবে বলে বলা হয়েছে রিপোর্টে।তবে বাংলাদেশে বেসরকারি খাতে বিনিয়োগ এখনও দুর্বল অবস্থানে রয়েছে বলে উল্লেখ করেছে বিশ্বব্যাংক।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…