• বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র নাতির মৃত্যুর খবর গুজব

আপডেটঃ : রবিবার, ১৩ জুন, ২০২১

মানবখবর ডেস্ক

ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন নাতির চরিত্রে অভিনয় করা শওকত আলী তালুকদার ওরফে নিপু।

হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে। এতে তার ভক্ত, শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেন। কিভাবে তার মৃত্যু হয়েছে সে বিষয়টি কেউ উল্লেখ করেননি। যদিও নিপুর মৃত্যুর খবর গুজব বলে জানিয়েছেন শবনম পারভীন। তিনি ইত্যাদিতে নিপুর সঙ্গে নানির চরিত্রে অভিনয় করেন।

গণমাধ্যমকে তিনি বলেন, নিপু সুস্থ আছেন। তার মাথাব্যথাও নেই। কেন মানুষ এমন খবর ছড়াচ্ছে আমি জানি না। মানুষের মৃত্যু নিয়ে এমন গুজব না ছড়ানোর জন্য অনুরোধ করে শবনম বলেন, এগুলো এখনই বন্ধ হওয়া উচিত।

উল্লেখ্য শুরুতে নানার চরিত্রে অভিনয় করতেন অমল বোস। নানা-নাতির চরিত্র ব্যাপক জনপ্রিয়তা পায়। এরপর অমল বোস মারা গেলে নানির চরিত্র যুক্ত করা হয় শবনম পারভীনকে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…