• সোমবার, ০৭ অক্টোবর ২০২৪, ১১:১২ পূর্বাহ্ন

কচুয়ায় হাজ্বী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে নগদ অর্থ সহায়তা

আপডেটঃ : রবিবার, ৯ মে, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়ায় গরীব ও দু:স্থ পরিবারের মাঝে ঈদুল ফিতর উপলক্ষে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে হাজ্বী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাষ্টের প্রতিষ্ঠাতা মো. আবু ইউসুফ সরকার পবন প্রধান অতিথি হিসেবে ১,২ ও ৩নং ইউনিয়নের ৭ শত পরিবারের মাঝে প্রায় ৪ লক্ষ নগদ টাকা বিতরণ করেন।

সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাচার ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো. মফিজুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, সাবেক প্রধান শিক্ষক বাবু বটু কৃষ্ণ বসু, সহকারী প্রধান শিক্ষক গণেষ চন্দ্র ধর, ট্রাষ্টের সাধারণ সম্পাদক মায়ানুর আক্তার বকুল, সদস্য মো. নুরুল আমিন সরকার খোকন, কামাল হোসেন সরকার,সাংবাদিক জিসান আহমেদ নান্নু, ব্যবসায়ী মীর মো. আমির হোসেন ও ছাত্রলীগ নেতা সোহেল মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, সাচার এলাকায় গত কয়েক বছর ধরে প্রয়াত জনপ্রিয় ইউপি চেয়ারম্যান হাজী ইলিয়াছ মিয়া কল্যাণ ট্রাস্টের মাধ্যমে এলাকার গরীব,অসহায় ও মেধাবীদের সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ সরকার পবন।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…