নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুর সদরের রাজরাজেশ্বরের শিলারচরে খালের পানিতে ডুবে নানি ও নাতির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিষয়টি নিশ্চিত করেন রাজরাজেশ্বর ইউপি চেয়ারম্যান হযরত আলী বেপারী।
তিনি জানান, নাতি সাইফুল হোসেন (৮) খেলা করতে গিয়ে পানিতে পরে যায়। খবর পেয়ে দৌড়ে এসে নাতিকে পানি থেকে তুলতে গিয়ে নানিও পানিতে নামে। কিন্তু খালের স্রোতে পরে দুজনেই ডুবে যায়। স্থানীয়রা তাদের ধরাধরি করে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাদের উভয়কে মৃত ঘোষণা করেন।
১’লা এপ্রিল শনিবার সকালের এই ঘটনা প্রসঙ্গে মৃত সাইফুল হোসেনের পিতা জাহিদ হোসেন ও মাতা নাজমা খাতুন জানান, আমাদের প্রধানিয়া বাড়ীর অন্যান্য শিশুদের সাথে খেলা করতে খাল পারে এসেছিলো সাইফুল। কোনভাবে সে খালের পানিতে পরে যায়। অন্যান্য শিশুরা দৌঁড়ে বাড়িতে এসে এ খবর জানালে আমাদের আম্মা অর্থাৎ সাইফুল হোসেনের নানি পানিতে ঝাঁপ দেয়। কিন্তু স্রোতে দুজনেই তলিয়ে গিয়ে মারা যায়।
জানা যায়, সাইফুল হোসেনের নানির নাম মমতাজ বেগম (৬০)। তাঁর স্বামীর নাম হচ্ছে আবদুল বারেক প্রধানিয়া।
এ ব্যপারে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি হাসপাতালের ডাক্তার নুর হোসেন জানান, রোগীদের হাসপাতালে আনার পূর্বেই তারা দুজনে মারা গেছেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com