গাজী মমিন, ফরিদগঞ্জ:
দেশে চলমান মহামারী কোভিড ১৯ করোনা ভাইরাস মোকাবেলায় চলছে লকডাউন, জনসাধরণকে করোনা ভাইরাস থেকে সুরক্ষার উদ্দেশ্যে দিনরাত চলছে থানা পুলিশের কার্যক্রম। পুলিশকে সহায়তা রয়েছে গ্রাম পুলিশের সদস্যরা। তাই পবিত্র মাহে রমজানে স্বল্প পরিসরে হলেও ফরিদগঞ্জে কর্মরত গ্রামপুলিশদের মাঝে উপহার হিসেবে ইফতার সামগ্রী প্রদান করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন।
থানা প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন ইউনিয়নে কর্মরত গ্রাম পুলিশের সদস্যদের ডেকে এনে ২২ এপ্রিল বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ ওসি ব্যক্তিগত অর্থায়নে এ উপহার তুলে দেন।
এসময় উপস্থিতিদের উদ্দেশ্যে ওসি মোহাম্মদ শহীদ হোসেন বলেন, করোনা ভাইরাস থেকে নিজের পরিবারকে যেমন রক্ষা করা আমাদের দায়িত্ব। তেমনি ভাবে দেশের মানুষকে তথা যার যার কর্মরত এলাকার জনসাধারণকে করোনা সচেতন রাখার স্বার্থে কাজ করতে হবে। করোনা প্রতিরোধে সবাই কাজ করতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, থানা পুলিশ পরিদর্শক তদন্ত মো. বাহার মিয়া, এস.আই জামাল হোসেন, এ.এস.আই আমির হোসেন প্রমুখ
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com