মনিরুল ইসলাম মনির :
জায়গা জমি ও মামলা সংক্রান্ত শত্রুতায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে বলে আদালতে ৬ জনের নাম উল্লেখ করে ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর দশানী গ্রামে। উত্তর দশানী গ্রামের মৃত. জাহাঙ্গীর ভূঁইয়ার ছেলে সাদ্দাম ভূঁইয়া (২৮) বাদি হয়ে ২৩ মার্চ চাঁদপুর বিজ্ঞ বিচারক আমলী আদালতে সাহেব আলী ভূইয়ার ছেলে নুরুন নবী (৩৪), নূর হোসেন (৩২), নূর আলী (২২), মৃত. আলী ভূইয়ার ছেলে সাহেব আলী ভূঁইয়া (৫৮), মৃত. মিয়া ভূঁইয়ার ছেলে লাভলু ভূঁইয়া (৪৮), হাফেজ আলী ভূঁইয়া (৫০)’সহ অজ্ঞাত আরো ১০/১২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সাহেব আলী ভূইয়ার সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে মামলা চলছিল সাদ্দাম ভূঁইয়ার। এ মামলার শত্রুতায় সাদ্দাম ভূঁইয়ার পুকুরে বিষ প্রয়োগ করে প্রতিপক্ষ। এতে পুকুরে চাষকৃত বিভিন্ন প্রজাতির মাছ মরে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়। এ ব্যাপারে ২১ মার্চ রবিবার সন্ধ্যা ৭টায় সাহেব আলী ভূঁইয়াকে জিজ্ঞাসা করিলে খোরশেদ ভূঁইয়ার স্ত্রী দিপা বেগমের উপর হামলা করে কাপড়-চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানি করে। শরীরের বিভিন্ন স্থানে মারধর করে। এসময় মোবাইল, টাকা, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়।
আহত দিপা বেগমকে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আদালত মতলব উত্তর থানাকে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com