নিজস্ব প্রতিনিধি:
চাঁদপুরের হাইমচর উপজেলার উত্তর আলগী ইউনিয়নের বাংলাবাজার এলাকায় কিশোর গ্যাং এর হামলায় মোবারক গাজী (২১) নামে যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে হামলায় আহত হওয়ার পর ওই যুবককে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে নিয়ে আসার পথে মৃত্যুবরণ করেন। বর্তমানে তার মরদেহ চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে।
উপজেলার ২নং উত্তর আলগী ইউনিয়নের ২নং ওয়ার্ড ভিঙ্গুলিয়া হাফিয়া মাদ্রাসা সংলগ্ন এলাকায় এ সন্ত্রাসী হামলা সংগঠিত হয়।
চাঁদপুর জেলা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ নিহতের ঘটনাটি গনমাধ্যমকে নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত হয়েছে ২ জন। তারা হলেন একাই এলাকার শাহাজাহান ভূইয়ার ছেলে মহিন (১৯), কলন্তর খানের ছেলে মহিন খান (২০)।
১৯ মার্চ শুক্রবার সন্ধ্যা সাতটায় হাইমচর উপজেলার আলগী উত্তর ইউনিয়নে ভিঙ্গুলিয়া গ্রামের গনি মিয়ার গাড়ীর ছেলে মোবারক গাজী (২০) উপর একই গ্রামের কুখ্যাত সন্ত্রাসী মিজান এর ছেলে মহন খান (২১) নেতৃত্বে ৫ জন মিলে অত্যাধুনিক ছুরি দিয়ে দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকলে স্থানীয়রা তাকে উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্মকর্তা ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় লোকজন জানান, কিছুদিন আগে বিয়ে বাড়িতে উভয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সে জের ধরে আজ এ ঘটনাটি ঘটেছে।
এ ব্যাপারে হাইমচর থানা অফিসার মোঃ মাহবুবর রহমান মোল্লা জানান পূর্বে বিয়ের বাড়ির ঘটনায় সুত্র ধরে এ ঘটনা ঘটেছ বলে প্রাথমিক ধারনা করা হচ্ছে। ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে তদন্ত করতেছি। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com