মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যে দিয়ে এবং যথাযোগ্য মর্যাদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত কর্মসূচীতে স্ব-স্ব শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ শিক্ষক ও কর্মচারীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে জাতীয় সঙ্গীত পরিবেশনের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন ও জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন এবং অনুষ্ঠানের পরবর্তী অংশে সাংস্কৃতিক ও চিত্রাংকন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, জন্মদিনের কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ দিন সকালে বিনম্র শদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনে হাজীগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতিসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য ও পৌর কাউন্সিলর বিল্লাল হোসেন, মো. শাহজামাল, সালাউদ্দিন ফারুক মামুন ও আকতার হোসেন, উপাধ্যক্ষ মো. আনোয়ার উল্যাহ্।
শিক্ষক প্রতিনিধি তৌহিদা আক্তারের উপস্থাপনায় আলোচনা সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন, প্রভাষক ফয়েজ আহমেদ, গীতা পাঠ করেন বিকাশ চক্রবর্তী আলোচনা সভায় শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন, প্রভাষক মো. সেলিম মিয়া, প্রদীপ কুমার দাস, মো. সুমন মিয়া, আনিছুর রহমান ও কামরুন নাহার শিলা প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান।
একই দিন সকালে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, সভাপতিসহ সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়ককারী জহিরুল ইসলাম মজুমদার, সিনিয়র সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান।
এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা, রীতা নাগ প্রমুখ। প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন অফিস সহকারী মো. আমির হোসেন ও গীতা পাঠ করেন সহকারী শিক্ষক লিপি রানী দে। বক্তব্য শেষে বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্য এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র সহকারী শিক্ষক মাওলানা নাজমুস শাহাদাত।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com