প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ৩:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৮, ২০২১, ১২:৩১ পূর্বাহ্ণ
মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন

সফিকুল ইসলাম রিংকু :
প্রথমবারের মতো জাতীয় দিবস হিসেবে ৭ ই মার্চ পালন করেছে মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন। রবিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনাসভার পূর্বেই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বঙ্গবন্ধুর ভাষন প্রচার করা হয়। পরে আলোচনাসভা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফাহমিদা হকের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খাঁনের পরিচালনায়, আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিএইচএম কবির আহমেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নুশরাত শারমীন, জেলা কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন প্রধান, মতলব পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম নুরু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দিলরুবা খানম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওসার হিমেল, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এমএ আজিজ বাবুল।
এ সময় উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, বীর মুক্তিযোদ্ধা কাজল ভট্টাচার্য্য, সাবেক যুগ্ম সাধারন সম্পাদক ফারুক বিন জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2025 Manob khabor. All rights reserved.