গাজী মমিন, ফরিদগঞ্জ:
ফরিদগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ উদ্যাপন করা হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর বজ্র নিনাদ কণ্ঠে এক কালোত্তীর্ণ ভাষণের মাধ্যমে বাঙালি জাতিকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেন।
জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান ও সাংস্কৃতিক বিষয়ক সংস্থা ইউনেসকো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
দিবসটি উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে ৭ মার্চ সকাল থেকে দিনব্যাপি জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কর্মসূচি পালন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর ঐতিহাসিক রেসকোর্স ময়দানে ভাষনের তৎপর্যের বিষয়ে আলোচনা ও শিশুদের চিত্রাঅঙ্কণ, দেষত্ববোধক গান, আবৃতি, বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষন প্রতিযোগীতা ও পুরুস্কার বিতরণের মধ্যদিয়ে দিবসটি পৃথক পৃথক ভাবে পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, জাতীয় প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও চাঁদপুর-০৪ ফরিদগঞ্জ আসনের এমপি সাংবাদিক মুহম্মদ শফিকুর রহমান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ এর চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, উপজেলা নির্বাহী অফিসার শিউলী হরি, সহকারি কমিশনার ভূমি শারমিন আক্তার, এডিশনাল এসপি আব্দুর রহিম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নবনির্বাচিত মেয়র আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মাহফুজুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এর সাবেক কমান্ডার শহিদ উল্যাহ তপদার, প্রেসক্লাব এর সাধারণ সম্পাদক আ. ছোবহান লিটন, উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জিএস তসলিম উদ্দিন, মাজুদা বেগম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহাম্মেদ মজুমদার, উপজেলা যুবলীগের আহবায়ক আবু সুফিয়ান শাহীন, সিনিয়র যুগ্ম আহবায়ক হেলাল উদ্দিন আহাম্মেদ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছা সেবকলীগ, কৃষকলীগ ও বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com