• সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১১:৪৯ অপরাহ্ন

কচুয়ায় দেবরকে হারিয়ে ভাবী কাউন্সিলর নির্বাচিত

আপডেটঃ : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২১

 

বিশেষ প্রতিনিধিঃ
গত ১৪ ফেব্রুয়ারি কচুয়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে পৌরসভার অন্যতম ওয়ার্ড হলো ৩নং ওয়ার্ড। এ ওয়ার্ডে সাবেক কয়েকবারের কাউন্সিলর ছিলেন ইদ্রিস আলী বেপারী। তাঁর জৈষ্ঠ্য পুত্র আব্দুল্লাহ আল মামুনও এ ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন। পাশাপাশি ঐতিহ্যবাহী পরিবার হিসেবে খ্যাত এ পরিবারের আরেক সন্তান মাহবুব আলম বর্তমানে কচুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও পৌর আওয়ামী যুবলীগের সভাপতি। রবিবার বহু প্রত্যাশিত কচুয়া পৌর নির্বাচনে ৩নং ওয়ার্ডে মাহরুন আল মিলি পানির বোতল প্রতীক নিয়ে (৪৫১) তার নিকটতম প্রতিদন্ধী দেবর ফারুক হোসেন ব্ল্যাকবোর্ড প্রতীকে (৪০৭) ভোট হারিয়ে কচুয়া পৌরসভার ইতিহাসে প্রথম বারের মতো নারী কাউন্সিলর নির্বাচিত হন। ফলে এ ওয়ার্ডবাসীর প্রত্যাশা পূরনে নারী কাউন্সিলর মাহারুন আল মিলি ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন এলাকাবাসী।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…