গাজী মমিন,ফরিদগঞ্জ:
গতকাল রোববার ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনে ৯টি ওয়ার্ডে ১৩টি কেন্দ্রে অনুষ্ঠিত ভোটে সংরক্ষিত আসনে ও সাধারণ আসনে বিজয়ী ও নিকটতম প্রতিদ্বন্দ্বিরা হলেন।
সংরক্ষিত ১নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন কুসুম বেগম(জবা ফুল - প্রাপ্ত ভোট ১৯৬৮ )। অন্যরা হলেন, জান্নাতের নেছা (চশমা- প্রাপ্ত ভোট ১৫৫৪), রজিনা (টেলিফোন - প্রাপ্ত ভোট ১৬৭৮), শাহীন আক্তার (আনারসর- প্রাপ্ত ভোট ৭৯০),
সংরক্ষিত ২ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন খতেজা বেগম (চশমা - প্রাপ্ত ভোট ৩০৭৭)। অন্যরা হলেন, সাবিনা ইয়াছমিন (জবা ফুল- প্রাপ্ত ভোট ১৬১০), হাছিনা আক্তার (আনারস - প্রাপ্ত ভোট ১১৯৮),
সংরক্ষিত ৩ নং ওয়ার্ডে বিজয়ী হয়েছেন সেলিনা আক্তার যুথী (আনারস- প্রাপ্ত ভোট ২৩৮২) অন্যরা হলেন, গীতা রানী দাস (টেলিফোন - প্রাপ্ত ভোট ৫৩৭), ফাতেমা বেগম (চশমা - প্রাপ্ত ভোট ১৭৫৮), মাহমুদা বেগম (জবা ফুল - প্রাপ্ত ভোট ১৫৩৪), ।
পৌর সভার ৯টি ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ৬২জন প্রার্থী:
সাধারণ আসনে ১ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৬৬৪ তার মধ্যে পুরুষ ১৯২৯ ভোট, মহিলা ১৭৩৭ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আমিনুল হক (উঠ পাখি- প্রাপ্ত ভোট ৫৯৯)। অন্যরা হলেন, ওমর ফারুক (ব্রিজ - প্রাপ্ত ভোট ১৫৫) , আক্তার হোসাইন (পানির বোতল- প্রাপ্ত ভোট ২৭৭), আরিফ হোসেন (গাজর- প্রাপ্ত ভোট১০৬), আলমগীর হোসেন (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ১২৯), ইসমাইল হোসেন (টেবিল ল্যাম্প- প্রাপ্ত ভোট ৫৩০), নুরুজ্জামান (ঢেঁড়শ - প্রাপ্ত ভোট ৯২), মোস্তফা কামাল সুমন (ফাইল কেবিনেট- প্রাপ্ত ভোট ১৯১), শাহ জালাল (ডালিম- প্রাপ্ত ভোট ৫৫) ,ইয়াছিন আরাফাত (ব্ল্যাক বোর্ড - প্রাপ্ত ভোট ৯৯) ।
সাধারণ আসনে ২ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৭৯৪ তার মধ্যে পুরুষ ১৩৮৭ ভোট, মহিলা ১৪০৭ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন, আবুল হাসেম (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ৩৭৭)। অন্যরা হলেন, আবদুর রব (ডালিম- প্রাপ্ত ভোট ১৬২), রুবেল মিয়াজী (উঠপাখি- প্রাপ্ত ভোট ১২৩), সাইফুর রহমান (পানির বোতল - প্রাপ্ত ভোট ৩৭৩), সারোয়ার হোসেন (ফাইল কেবিনেট - প্রাপ্ত ভোট ২১১), হারুনুর রশিদ (ব্রিজ - প্রাপ্ত ভোট ৩০৩), হুমায়ুন কবির (টেবিল ল্যাম্প- প্রাপ্ত ভোট ১৪১), রাশেদ (ব্লাক বোর্ড - প্রাপ্ত ভোট ১৪৬) ।
সাধারণ আসনে ৩নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৩৩০১ তার মধ্যে পুরুষ ১৭২১ ভোট , মহিলা ১৫৮০ ভোট । এই ওয়ার্ডে ভোট কেন্দ্র রয়েছে ২ টি, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন জায়েদ হোসেন (ডালিম - প্রাপ্ত ভোট ৮০১)। অন্যরা হলেন, ইউনুছ বেপারী (পানির বোতল - প্রাপ্ত ভোট ১৯৫), মহসিন তালুকদার (পাঞ্জাবী - প্রাপ্ত ভোট ৪৫৩), জয়নাল আবেদীন (উঠপাখি - প্রাপ্ত ভোট৬১৫) ।
সাধারণ আসনে ৪ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ৪৫০৮ তার মধ্যে পুরুষ ২৩৪৪ ভোট , মহিলা ২১৬৪ ভোট । এই ওয়ার্ডে পুরুষ এবং মহিলাদের আলাদা আলাদা ভোট কেন্দ্র রয়েছে, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন আবদুল মান্নান (উঠপাখি - প্রাপ্ত ভোট ২৬৭৮)। অন্যরা হলেন, এস এম এম ফজলে ফজলে রাব্বী (ডালিম- প্রাপ্ত ভোট ০৬ ), আবু তাহের (ফাইল কেবিনেট - প্রাপ্ত ভোট ৪৯), শফিকুল ইসলাম (ব্ল্যাক বোর্ড - প্রাপ্ত ভোট৯৫), শাহ জাহান মিজি (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ১০), বিল্লাল (পানির বোতল- প্রাপ্ত ভোট ৬৭) । তবে প্রার্থীতা প্রত্যাহারের নির্ধারিত সময়ে প্রত্যাহার না করলেও নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন মো. বিল্লাল (পানির বোতল) প্রতীকের প্রার্থী।
সাধারণ আসনে ৫ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৮৮৫ তার মধ্যে পুরুষ ১৪৭৫ ভোট, মহিলা ১৪১০ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হয়েছেন জাহিদ হোসেন (পানির বোতল - প্রাপ্ত ভোট ৭০৫)। অন্যরা হলেন, মনির হোসেন গাজী (গাজর - প্রাপ্ত ভোট ১৫৭), আবুল হাসান (পাঞ্জাবী - প্রাপ্ত ভোট ১৬), আমিন হোসেন (ব্ল্যাক বোর্ড - প্রাপ্ত ভোট ৫৩৪), খলিলুর রহমান (ডালিম - প্রাপ্ত ভোট০০), সোহেল দেওয়ান (উঠপাখি- প্রাপ্ত ভোট ৫৭৭)।
সাধারণ আসনে ৬ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২০৬৩ তার মধ্যে পুরুষ ১০৭৫ ভোট, মহিলা ৯৮৮ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন, মাজহারুল আলম (টেবিল ল্যাম্প - প্রাপ্ত ভোট ৫০৪)। অন্যরা হলেন আল-আমিন মোল্লা (উঠপাখি- প্রাপ্ত ভোট ৩০৬), মাহাবুব আলম (পানির বোতল - প্রাপ্ত ভোট ২৩৪), মজিবুর রহমান (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ৩৩৫) ।
সাধারণ আসনে ৭ নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৭৬০ তার মধ্যে পুরুষ ১৩৭৫ ভোট , মহিলা ১৩৮৫ ভোট । এই ওয়ার্ডে কাউন্সিলর বিজয়ী হলেন, মোহাম্মদ হোসেন (পানির বোতল - প্রাপ্ত ভোট ২৮২)। অন্যরা হলেন, আহছান উল্যাহ্ (টিউব লাইট- প্রাপ্ত ভোট ২২৮), কাজী কাউছার (ব্ল্যাক বোড - প্রাপ্ত ভোট ৩০), আলী হায়দার পাঠান টিপু (টেবিল ল্যাম্প - প্রাপ্ত ভোট ২৪৫),. এমরান হোসেন (পাঞ্জাবী - প্রাপ্ত ভোট ১৩১), জহির হোসেন মিজি (ফাইল কেবিনেট - প্রাপ্ত ভোট ২৫), জাকির হোসেন (গাজর - প্রাপ্ত ভোট ৯৩), তাজুল ইসলাম (উঠপাখি - প্রাপ্ত ভোট ৬৭), মশিউর রহমান (ডালিম - প্রাপ্ত ভোট ১৬১), এস. এম সোহেল রানা (ব্রিজ - প্রাপ্ত ভোট ২৭৪) ।
সাধারণ আসনে ৮ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ৪৩৭৭ তার মধ্যে পুরুষ ২২৪৯ ভোট, মহিলা ২১২৮ ভোট । এই ওয়ার্ডে কেন্দ্র ২টি, এই ওয়ার্ডে কাউন্সিলর পদে বিজয়ী হলেন জাকির হোসেন গাজী (উঠপাখি - প্রাপ্ত ভোট ৮৯৭)। অন্যরা হলেন, মাহাবুব আলম (ব্ল্যাক বোর্ড- প্রাপ্ত ভোট ১২২), আমান উল্লা আমান (ডালিম- প্রাপ্ত ভোট ১১২), উৎফল চন্দ্র দাস (ঢেঁড়শ- প্রাপ্ত ভোট ৮৯), কামরুল ইসলাম (টেবিল ল্যাম্প- প্রাপ্ত ভোট ৫৫), দিলীপ চন্দ্র দাস (পানির বোতল- প্রাপ্ত ভোট ৩৩০), মফিজ উদ্দিন জনি (ব্রিজ- প্রাপ্ত ভোট ০৫), মিজান পাটওয়ারী (পাঞ্জাবী- প্রাপ্ত ভোট ২৪২) ।
সাধারণ আসনে ৯ নং ওয়ার্ড ভোটার সংখ্যা ৪৭৩২ তার মধ্যে পুরুষ ২৩৮১ ভোট মহিলা ২৩৫১ ভোট । এই ওয়ার্ডে কেন্দ্র ২ টি, এই ওয়ার্ডে কাউন্সিলর বিজয়ী হলেন মো. সাজ্জাদ হোসেন (ডালিম - প্রাপ্ত ভোট ২৯৩৫)। অন্যরা হলেন আবু জাফর (টেবিল ল্যাম্প - প্রাপ্ত ভোট ৫৫), রসু মিয়া (পানির বোতল- প্রাপ্ত ভোট ২৩), তোফয়েল আহাম্মেদ (ব্ল্যাক বোড - প্রাপ্ত ভোট ০২), মাসুদ আলম ভূঁইয়া (উঠপাখি - প্রাপ্ত ভোট ১৯৯), মাহমুদুল হাছান মঞ্জু (পাঞ্জাবী - প্রাপ্ত ভোট ১০৪) ।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com