• রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ০৪:৩১ পূর্বাহ্ন

কচুয়ায় দুই ইটভাটায় ৪ লক্ষ টাকা জরিমানা

আপডেটঃ : বুধবার, ১০ ফেব্রুয়ারি, ২০২১

জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
কচুয়ায় ফসলি কৃষি জমি নষ্ট করে ইট ভাটায় মাটি কাটার অভিযোগে দুই ইটভাটার মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা।
কৃষি জমি মাটি ব্যবহার করে ইটভাটায় ইট প্রস্তুত করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ এর ৫ (১) ধারায় মেঘদাইর তাজুল ইসলামের এম.টি আই ব্রিকস ও আলী আশরাফের দোয়টি সাইন ব্রিকসকে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা আদায় করেন এবং কৃষি জমির মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার ও খননযন্ত্র সরানোর নির্দেশ দেয়া হয়।
এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একি মিত্র চাকমা বলেন,কৃষি জমির মাটি ব্যবহার করে ইটভাটায় ইট প্রস্তুত করায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) তাদের জরিমানা করা হয়েছে। পাশাপাশি মাটি আনা নেয়ার কাজে ব্যবহৃত ট্রাক সরানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে। একই সাথে ভবিষ্যতে তারা ইট ভাটায় ফসলি জমির মাটি আনবে না বলে অঙ্গীকার নামা দেয়।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…