ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জে পৌর নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের উপর হামলা, পোস্টার ছেঁড়াসহ নানা অভিযোগে ফরিদগঞ্জ পৌরসভা নির্বাচনের বিএনপির বিরুদ্ধে অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা ছাত্রলীগ। সোমবার দুপুরে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচনী কার্যালয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর পক্ষে উপজেলা ছাত্রলীগ সংবাদ সম্মেলন করে। নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহবুব আলম সোহাগ তার লিখিত বক্তব্যে বলেন, নির্বাচনী প্রচারণা শুরুর দিন থেকেই বিএনপি প্রার্থীর লোকজন গভীর রাতে পৌর এলাকার বিভিন্ন স্থানে নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলে। সর্বশেষ গত রোববার সন্ধ্যায় ভাটিয়ালপুর চৌরাস্তা আওয়ামীলীগ সর্মথিত প্রার্তীর সমর্থনে নির্বাচনী পথসভা শেষ করে মিছিল করে বাসস্ট্যাণ্ড এলাকায় আমরা আসি। পরে বাসস্ট্যাণ্ড এলাকায় অবস্থিত হোটেল মোহছিন আউলিয়াতে নাস্তা করতে ঢুকলে বিএনপির নেতাকর্মীরা আমাদের উপর অর্তিকেত হামলা করে। এতে ছাত্রলীগ নেতা চরদু:খিয়া পুর্ব ইউনিয়ন ছাত্রলীগ নেতা ইসমাইল হোসেন পলাশ. ৬নং ওয়ার্ডের ছাত্রলীগ নেতা মাহবুব, গুপ্টি পশ্চিম ইউনিয়ন ছাত্রলীগ নেতা জসিম উদ্দিন ও বেলাল হোসেন নামে ৪জন নেতা আহত হন। তারা প্রাথমিক চিকিৎসা নেয়। বিষয়টি আমরা তাৎক্ষনিক ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেনকে জানাই। তিনি দ্রুত এসে পরিস্থিতি আর বাড়তে দেন নি। সংবাদ সম্মেলনে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম সুজন, যুগ্মসম্পাদক রাজীব মজুমদার, রবিউল হোসেন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আরেফিন শুভ, ছাত্রলীগ নেতা মোহাইমিন সারোয়ার, রাশেদ পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com