মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জে মিশু নামের (১৯) এক তরুণী গৃহবধু রহস্যজনকভাবে মারা গেছে। এই ঘটনায় স্বামী রাসেল (২৪) কে আটক করে হাজীগঞ্জ থানা পুলিশ। রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহত গৃহবধুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়। এর আগে এদিন সকালে মারা যায় মিশু। তার গলায় একটি আঘাতের চিহৃ রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। নিহত মিশু উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মৈশামুড়া গ্রামের ইয়াছিন মিয়া বেপারী বাড়ীর প্রবাসী রফিকের (লাল মিয়া) মেয়ে। আটককৃত স্বামী রাসেল একই ইউনিয়নের তারালিয়া গ্রামের সর্দার বাড়ীর উসমান গণির ছেলে। গত ৯ মাস পূর্বে ৯ মাস পূর্বে রাসেলের সাথে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয় মিশু। নিহত মিশুর মা মরিয়ম বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, বৃহস্পতিবার জামাই রাসেল আমাদের বাড়িতে বেড়াতে আসে। এরপর শনিবার সকালে মিশু তার স্বামীসহ আমাদের বাড়ী থেকে তার শশুর বাড়ী যায়। রোববার সকালে জামাই’র (রাসেল) বাড়ী থেকে ফোন করে মিশু অসুস্থ বলে জানায়। আমরা তাদের বাড়ীতে আসলে শুনি মিশুকে হাসপাতালে নেয়া হয়েছে। এরপর হাসপাতালে এসে মিশুর লাশ পাই। তিনি আরো বলেন, জামাই (রাসেল) আমার কাছে যৌতুকের জন্য ২ লাখ টাকা দাবী করে। আমি ১ লাখ টাকা দিয়েছি। কাবিন রেজিস্ট্রি হলে আরো ১ লাখ টাকা দিবো বলেছি। কিন্তু তার পূর্বেই তারা আমার মেয়েকে মেরে ফেলেছে। তিনি মিশুর স্বামী রাসেল, শশুর উসমান গণি ও মামা শশুর মহিন উদ্দিনকে দ্বায়ী করেন এবং তাদের শাস্তি দাবী করেন। এ দিকে মিশুর স্বামী রাসেল বলেন, আমি সকালে ফজর নামাজ পড়তে উঠে দেখি মিশুর হাত-পা খিছে রয়েছে এবং মুখে দিয়ে লালা পড়তেছে। তখন আমি তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অনেক আগ থেকে মিশু শারিরিকভাবে অসুস্থ এবং তাকে চিকিৎসা করানো হয়েছে বলে তিনি জানান। খবর পেয়ে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহত মিশুর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এরপর তার সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের বাড়ি পরিদর্শন করেছেন থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ আবদুর রশিদ। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, নিহত মিশুর মরদেহ উদ্ধা করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে প্রেরণ করা হয়েছে এবং মিশুর স্বামীকে আটক করা হয়েছে। এ ব্যাপারে মিশুর পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মিশুর গলায় একটি আঘাতের চিহৃ রয়েছে। তবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু, ময়নাতদন্ত রিপোর্ট পেলে তা জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com