• রবিবার, ০৩ নভেম্বর ২০২৪, ০২:০৭ পূর্বাহ্ন

দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে হাজীগঞ্জে সমাবেশ ও মানববন্ধন

আপডেটঃ : রবিবার, ১১ অক্টোবর, ২০২০

বিশেষ প্রতিনিধি:

দেশব্যাপী নারী ও শিশু নিপীড়নের প্রতিবাদে একযোগে হাজীগঞ্জ সাহিত্য সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজিগঞ্জ শাখা এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট হাজীগঞ্জ শাখা’র উদ্যোগে হাজীগঞ্জে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

১১ অক্টোবর রোববার হাজিগঞ্জ বাজারস্থ কিউসি টাওয়ারের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাজিগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের হাজীগঞ্জ শাখার আহ্বায়ক মাহবুবুল আলম চুন্নু এর নেতৃত্বে সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও সম্মানিত সদস্যবৃন্দ উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীতে স্বতঃস্ফুর্তভাবে উপস্থিত ছিলেন।

অন্য দিকে বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজীগঞ্জ শাখার সভাপতি আলী আশরাফ দুলাল এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

এ সময় সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের সভাপতি এবং সম্মিলিত সাংস্কৃতিক জোট হাজীগঞ্জ শাখার আহ্বায়ক মাহবুবুল আলম চুন্নু।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…