কচুয়া প্রতিনিধি ॥
কচুয়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে বাজারের টিন ব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষকে আটকে রেখে সোমবার সন্ধ্যায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষ মঙ্গলবার বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
থানায় লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে,মাছিমপুর গ্রামের অধিবাসী,কচুয়া বাজারের টিন ব্যবসায়ী মানিক চন্দ্র ঘোষ সোমবার সন্ধ্যার আগে উপজেলার মনপুরা গ্রামে এক গ্রাহকের কাছ থেকে পাওনা টাকা নিয়ে বাড়ী ফেরার পথে নিশ্চিন্তপুর গ্রামের আবুল হাসানাতের প্রজেক্টের কাছে পৌঁছলে ওই গ্রামের ইউপি সদস্য মো.শাহ আলম পাটওয়ারী ও তার ভাই রাজু আহমেদ হঠাৎ তার মোটর সাইকেল গতিরোধ করে আটকে রেখে মারধর করে সাথে থাকা নগদ ৩০ হাজার টাকা ও মূল্যবান মোবাইল সেট নিয়ে যায় বলে লিখিত তিনি অভিযোগে দাবী করেন। পরে খবর পেয়ে কচুয়া থানার এস.আই আবু হানিফ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
এ ব্যাপারে অভিযুক্ত মো. শাহআলম মেম্বার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন এ ধরনের কোন ঘটনাই হয়নি। এটা আমার ও আমার ভাইয়ের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com