প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১০, ২০২৬, ৬:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২০, ১১:১৪ অপরাহ্ণ
চাঁদপুর শহরে ক্ষুধার জ্বালা মিটাচ্ছে জগন্নাথ ভোজনালয়

অমরেশ দত্ত জয়ঃ
চাঁদপুর শহরে ইসকন ভক্ত কর্তৃক পরিচালিত জগন্নাথ ভোজনালয় সনাতনীসহ ক্ষুধার্তদের মাঝে সুস্বাদু খাবার পরিবেশনের মাধ্যমে ক্ষুধার জ্বালা মিটাচ্ছে।এটি শহরের কালী মন্দিরের বিপরীত পাশে ২য় তলায় অবস্থিত। সাশ্রয়ী মূল্যে সকালের নাস্তা,মধ্যাহ্ন ভোজ,সন্ধ্যায় নাস্তা ও রাতের খাবার খাওয়ার জন্য এখানে সু-ব্যবস্থা রাখা হয়েছে।৭ই সেপ্টেম্বর সোমবার জগন্নাথ ভোজনালয়ে গিয়ে এ দৃশ্য দেখা যায়।এখানে খেতে আসা প্রান কৃষ্ণ দাস জানান,জগন্নাথ
ভোজনালয়ের রান্না ও পরিবেশনা খুব ভালো।এখানে পেট ভরে তৃপ্তি সহকারে মনরোম পরিবেশে খাবার খাওয়া যায়।এখানে পাশের একটি কক্ষে জগন্নাথের মন্দিরঘর থাকায় এখানটায় এসে ভক্তি আরো বেড়ে যায়।আমার মতো অনেকেই এখানে নিয়মিত খেতে এবং মন্দির দর্শন করতে আসেন।এদিকে জগন্নাথ ভোজনালয়ের পরিচালক শ্রী রত্নেশ্বর গৌর হরিদাস (রতন) জানান,আমরা অল্প কিছুদিন হলো মাত্র এই জগন্নাথ ভোজনালয়টি শুরু করেছি।এখানে প্রসাদের ব্যবস্থাসহ ভক্তদের কথা মাথায় রেখে সকল প্রকার ধর্মীয় গ্রন্হ,পূজার সামগ্রী,অন্য প্রাশন,বিবাহ,শ্রাদ্ধের সকল প্রকার দ্রব্য বিক্রির ব্যবস্থা করেছি।তিনি আরো জানান,রুচিশীল আইসক্রীমসহ কিছু ফাস্টফুড আইটেম রেখেছি।যা এখানে এসে খেতে পারবে।বিশেষ প্রয়োজনে বিভিন্ন অনুষ্ঠানে জগন্নাথের প্রসাদের অর্ডারও নেওয়া হয়।আমরা চেষ্টা করছি সুন্দর পরিবেশনার মাধ্যমে জগন্নাথ ভোজনালয়-কে এগিয়ে নিতে যেতে।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2026 Manob khabor. All rights reserved.