• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৫১ অপরাহ্ন

হাজীগঞ্জে পুকুরের পানিতে ডুবে স্কুল ছাত্রীর মৃত্যু

আপডেটঃ : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০

মোহাম্মদ হাবীব উল্যাহ্,
চাঁদপুরের হাজীগঞ্জে সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে ফারজানা আক্তার (১০) নামের এক স্কুল ছাত্রী মারা গেছে। শনিবার দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের মালি বাড়ির পুকুরে এই দূর্ঘটনা ঘটে। নিহত ফারজানা ওই বাড়ির মনির হোসেনের মেয়ে এবং হাজীগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে বাড়ির অন্যান্য শিশুদের সাথে পুকুরে গোসল করতে যায় ফারজানা। কিন্তু সে সাঁতার না জানায় পুকুরে পানিতে তলিয়ে যায়। এ সময় সঙ্গে থাকা শিশুরা ফারজানার পরিবারকে জানালে, তারা ছুটে আসেন। পরে পরিবার ও বাড়ির লোকজন পুকুরে নেমে ফারজানাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম সোয়েব আহমেদ চিশতী জানান, ফারজানা নামক শিশুটিকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। এ দিকে শিশুটির মৃত্যুর ঘটনায় তার পরিবার, আত্মীয়-স্বজন ও বাড়ির লোকজনসহ ওই এলাকায় শোেকের ছায়া নেমে আসে।


এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুকে মানব খবর…