প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৭:২০ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৪, ২০২০, ৮:৩৭ অপরাহ্ণ
হাজীগঞ্জে সাংবাদিক মুন্সী মনিরের বাবার মৃত্যু
মোহাম্মদ হাবীব উল্যা
হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুন্সী মোহাম্মদ মনিরের বাবা তবি উল্যাহ্ মুন্সী আজ সকাল ১১ টায় মারা গেছেন। ইন্নালিল্লাহে ওয়া..... রাজেউন।
আজ শুক্রবার তিনি হাজীগঞ্জ পৌরসভাধীন ১১নং ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়ীতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৭ বছর। তিনি ৫ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ আছর মরহুমের নিজ বাড়িতে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে মুন্সী মনিরের বাবার মৃত্যুতে শোক জানিয়ে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানান, পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপনসহ প্রেসক্লাব, উপজেলা সাংবাদিক কল্যাণ সমিতি ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, মরহুম তবি উল্যাহ্ মুন্সী ১৯১৩ সালে ১০ নভেম্বর জন্মগ্রহণ করেন। ১৯৪৫ সালে ২৪ ডিসেম্বর তিনি রেলওয়েতে চাকুরী নেন। ১৯৮৪ সালে ২৪ ডিসেম্বর তিনি অবসর গ্রহণ করেন। গত কয়েকদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
সম্পাদক ও প্রকাশক: মুনছুর আহমেদ বিপ্লব, মোবাইল: ০১৬১৫৩৩৪৩৭৩, ইমেইল: manobkhabornews@gmail.com
Copyright © 2025 Manob khabor. All rights reserved.